Homeবিবৃতিপাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা...

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সরকারের মধ্যে অবস্থান করছে।

-

বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক কাজী ইকবাল “পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি” বাতিলের তীব্র নিন্দা জানিয়েছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময় প্রকাশিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও সময়োপযোগী করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের “পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি” নামে একটি কমিটি গঠন করেছিল।

সেই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন ও অধ্যাপক সামিনা লুৎফা সম্পর্কে দেশের প্রতিক্রিয়াশীল ও মতলববাজ ধর্মীয় গোষ্ঠী মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে। সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাথে সাথে একপেশে ও স্বেচ্ছাচারী কায়দায় সেই কমিটিকে বাতিল করে দেয়। কমিটির এই দুইজন সদস্য সহ অন্যান্যরা ছিলেন নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ, বিজ্ঞানমনস্ক এবং বস্তুনিষ্ঠ চিন্তার ধারক।

অতীতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে “বামপন্থী” নামধারী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেফাজতে ইসলামীর সুপারিশ মেনে নিয়ে পাঠ্যপুস্তক প্রকাশ করেছিলেন। “পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি” সেসব পাঠ্যপুস্তক যাতে সংশোধন ও সময়োপযোগী করতে না পারে মতলববাজ গোষ্ঠীটি সেটাই চায়।

৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের মহান বিজয় অর্জিত হওয়ার পরও হাসিনার ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা এখনো যে সরকারের মধ্যে অবস্থান করে তাদের গণবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই ঘটনার মধ্যদিয়ে সেটি প্রকাশ পেল। বাঙলাদেশ লেখক শিবির বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি” বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে সেই বাতিলের সিদ্ধান্ত বাতিল করে সেটিকে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে।

বার্তা প্রেরক

সাজ্জাদ সুমন

অর্থ সম্পাদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

18-point program

১৮ দফা কর্মসূচী

জাতীয় মুক্তি কাউন্সিল আশু কর্মসূচি এবং সরকার ও সংবিধান ভূমিকা বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এখন দ্রুত ভেঙে পড়ছে। ভাঙনকালীন যে নৈরাজ্য স্বাভাবিক সে নৈরাজ্যই এখন বাংলাদেশে ব্যাপকভাবে...